ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সালমাদের পাকিস্তান সফরের ঘোষণা বৃহস্পতিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
সালমাদের পাকিস্তান সফরের ঘোষণা বৃহস্পতিবার ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামীকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার দুপুরে গুলশানে তার নিজ বাসায় নারী দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।



আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে কানাডা থেকে দেশে ফিরেছেন নাজমুল হাসান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা প্রচেষ্টা চালালেও নারী দলের পাকিস্তান সফর নিয়ে কোনো কথা বলেন নি বিসিবি সভাপতি। ফলে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা আরও একদিন বাড়লো।

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমোদন ইতিমধ্যে দিয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সালমা খাতুনরা পাকিস্তান সফরে যাবে কি যাবে না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকেই। গত মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে বোর্ডের কাছে পাঠানো হয়েছে নিরাপত্তা নিয়ে সরকারের সন্তুষ্টি। দেয়া হয় সরকারের আদেশ পত্র (গর্ভনমেন্ট অর্ডার বা জিও)। ফলে এ ব্যাপারে সিদ্ধান্তের দায়িত্বভার কেবল বিসিবির।  

বিসিবি থেকে সবুজ সংকেত এখনও না পাওয়া গেলেও সালমাদের শেষ পর্যন্ত পাকিস্তান সফর হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। বিসিবিসূত্র থেকে জানা গেছে, আগামী ২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে সালমাবাহিনী।

সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও ‍দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।   এ জন্য সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছেন নারী ক্রিকেটাররা। বুধবার মিরপুরে নারী দলের অধিনায়ক সালমা খাতুন পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক মনোভাবই ব্যক্ত করেছেন।  

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছেনা নারী দল। পাকিস্তান সফরে গেলে ম্যাচ খেলা যাবে-এমন ভাবণা থেকেই সালমা খাতুন, জাহানারা আলমরা পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।