ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়েও দলে ঢুকলেন ইশান্ত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
বাদ পড়েও দলে ঢুকলেন ইশান্ত শর্মা ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচক প্রধান বিনয় লাম্বার ফোন না ধরায় দিল্লির রঞ্জি ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তিনি খেলবেন কি না, এমন কোনো বার্তাও দেননি নির্বাচক প্রধানের কাছে।

তবে, পরে নিজের ভুল স্বীকার করে নেওয়ায় দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন (ডিডিসিএ) ইশান্ত শর্মাকে ফের দলে রেখেছে।

ডিডিসিএ’র স্পোর্টস সেক্রেটারি সুনীল দেব এক বিবৃতিতে জানান, ইশান্ত শর্মাকে দ্বিতীয় রঞ্জি ট্রফির দলে রাখা হয়েছে। তিনি প্রথমে নিজের অবস্থান আমাদের কাছে পরিস্কার করেননি। তবে, পরবর্তী সময়ে ইশান্ত শর্মা নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আমরা তাকে দলে রেখেছি।

১-৪ অক্টোবর দিল্লি তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থানের বিপক্ষে। কিন্তু সে ম্যাচে ইশান্ত শর্মাকে মাঠে নামানো হবেনা। ফিরোজ শাহ কোটলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮-১১ অক্টোবর দিল্লির হয়ে মাঠে নামবেন এ পেসার।

ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির নির্বাচক প্রধান বিনয় লাম্বা জানিয়েছিলেন, ইশান্ত শর্মা আমার ফোন ধরেনি। এমন কি আমাদের মেসেজের উত্তর দেয়নি। সে আমাদের দলের একজন অভিজ্ঞ বোলার। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিললাম, কিন্তু সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। সুতরাং আমরা তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।