ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর তিনদিনের একমাত্র আনঅফিসিয়াল ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর কর্ণাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচেও হেরেছে মুমিনুল হকের নেতৃত্বে থাকা সফরকারী দলটি।
বাংলাদেশ সময় সাড়ে দশটায় ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
প্রায় জাতীয় দলের মোড়কে যাওয়া নাসির-সৌম্য-লিটন-সাব্বির-রুবেলরা প্রথম ওয়ানডেতে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৯৬ রানে হারে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাকফুটে থাকা মুমিনুল বাহিনী ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় তুলে নেয়। অলরাউন্ডার নাসির হোসেনের একক কৃতিত্বে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
ফাইনালের আমেজে তৃতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের হাতছানি নিয়ে দুই দলই মাঠে নামে। তবে, বৃষ্টিবিঘ্নিত সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টি আইনে ৭৫ রানের জয় পায় স্বাগতিকরা।
এরপর রঞ্জিট্রফি, ইরানি ট্রফি আর বিজয় হারারে ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচেও হারে বাংলাদেশ ‘এ’ দল। ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক দলটি। ফলে, ভারত ‘এ’ দলের বিপক্ষে ২-১ এ ওয়ানডে সিরিজে পরাজয়ের পর তিনদিনের ম্যাচেও ব্যর্থ হয় সফরকারীরা।
এবার মান বাঁচানোর লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে জায়গা পেতে হলে ভারত ‘এ’ দলের বিপক্ষে নিজেদের সেরাটা প্রমাণ করার শেষ সুযোগ পাচ্ছে টাইগাররা। আর সে সুযোগকে কাজে লাগাতে ওয়ানডে সিরিজে হারলেও তিনদিনের ম্যাচটিতে জয় তুলে নিতে চাইবে সফরকারীরা।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরি, জুবায়ের হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর