ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ছে সালমাবাহিনী। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তার ঘোষণার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরে দুটি ওয়ানডে ও দুটি টোয়েন্টি ম্যাচে অংশ নেবে সালমা খাতুন, জাহানার আলমরা। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে। ২৮ সেপ্টেম্বর যাত্রা করে ৮ দিনের সফর শেষে ৬ অক্টোবর দেশে ফিরবেন টাইগ্রেসরা।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। কোনো অঘটন ছাড়াই জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর শেষ করে।
এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দেওয়ার পর সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা ও নাহিদা আক্তার।
স্ট্যান্ডবাই: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর