ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তা দল এখন ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
নিরাপত্তা দল এখন ঢাকায়

ঢাকা: সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা থাকলেও নিরাপত্তার ইস্যুতে ২৮ তারিখ আসা হচ্ছে না অস্ট্রেলিয়া টেস্ট দলের। তবে, চলে এসেছেন অজিদের দুই সদস্যের অস্ট্রেলিয় নিরাপত্তা দল।



অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তোলায় সিরিজের সূচিতে কোনো পরিবর্তন না আনলেও সাময়িকভাবে স্থগিত করে সফরের তারিখ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার কিছু পরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন নিরাপত্তা দলের আরেক সদস্য। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তাদের বিকেলে আসার কথা থাকলেও সকালেই উপস্থিত হয়েছেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয় সরকার তাদের টেস্ট দলকে বাংলাদেশ পাঠানোর আগে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বোর্ডকে সর্তক করে দেয়। তারা জানায়, বাংলাদেশের জঙ্গী দলগুলো পর্যটকদের ওপর হামলা চালাতে পারে। ফলে পিছিয়ে দেওয়া হয় সফরের সময়। তবে, তারা নিশ্চিত করে, অস্ট্রেলিয়ার আসার সময় শুধু পিছিয়ে যাচ্ছে, সফরটি বাতিল হয়নি।

দুই সদস্যের অস্ট্রেলিয় নিরাপত্তা দলটি ঢাকায় এসে সরাসরি বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয় হাইকমিশনে চলে যায়। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসবেন তারা। বোর্ড সভাপতির সঙ্গে আরও দু’জন থাকবেন বলে বিসিবি সূত্রে জানা যায়।

বিসিবি সূত্রে আরও জানা যায়, আসন্ন সফর নিয়ে এর আগেও অস্ট্রেলিয় নিরাপত্তা দল বাংলাদেশ ঘুরে গেছে। তাদের দেওয়া বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতেই সফরের সময়সূচি এবং ভেন্যু নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।