ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ভালো খেলার লক্ষ্য নিয়ে পাকিস্তান যাচ্ছে সালমারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভালো খেলার লক্ষ্য নিয়ে পাকিস্তান যাচ্ছে সালমারা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ছে সালমাবাহিনী। দুপুর ১টা ৩৫ মিনিটে ইকে-২৬৭ ফ্লাইটে করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 

সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে। ২৮ সেপ্টেম্বর যাত্রা করে ৮ দিনের সফর শেষে ৬ অক্টোবর দেশে ফিরবেন টাইগ্রেসরা।

পাকিস্তান সফরের আগে রোবাবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী দলের ম্যানেজার শফিকুল হক হীরা বলেন, ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে যেমন ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হয় আমাদের তেমনটাই দেওয়ার কথা। এমন নিরাপত্তার আশ্বাস দেওয়ায় আমরা খুশি। আশা করছি তারা সেটা নিশ্চিত করবেন। সর্বোচ্চ নিরাপত্তাই পাকিস্তান আমাদের দেবে। খেলার কারণেই সেখানে যাওয়া। পাকিস্তান খুব শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়ে তারা পাঁচ নম্বরে। ভারত কিংবা শ্রীলঙ্কার চেয়েও তারা এগিয়ে। দুইমাস প্র্যাকটিস করেছে আমাদের ক্রিকেটাররা। ওরা (নারী দল) উন্নতির দিকেই যাচ্ছে। এ সিরিজ ক্রিকেটারদের জন্য ভালো হবে। ’

নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘এশিয়ান গেমসের পর থেকে আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি না। যেখানেই হোক আমরা খেলতে চাই। আমার মনে হয় তাদের নিরাপত্তা পর্যাপ্ত। ক্রিকেটের উপর নিরাপত্তাজনিত কোনো কিছুর প্রভাব পড়বে না। মাঠে নামলে কিভাবে ভালো করতে হবে, জিততে হবে সেটা নিয়েই আমরা ভাববো। খেলার মাঝে নিরাপত্তা ইস্যু নিয়ে নেতিবাচক প্রভাব আমাদের মধ্যে পড়বে না। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ রয়েছে। পাকিস্তানের বিপক্ষে খেললে সেটা পরের সিরিজে কাজে লাগবে। ’

দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগে বলেন, ‘প্রায় দুইমাস ক্রিকেটাররা অনুশীলন করেছে। একমাস ফিটনেস নিয়ে কাজ করেছে। গত দুই সপ্তাহে ব্যাট-বলের কঠোর অনুশীলন করেছে মেয়েরা। প্র্যাকটিস ম্যাচও খেলেছে। সবমিলে প্রস্তুতি ভালো। পাকিস্তান শক্তিশালী দল হলেও আমাদের দলের ভালো করার সম্ভাবনাই বেশি। ’

নারী দলের সংবাদ সম্মেলনের আগে বিসিবি একাডেমি মাঠে ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীও ফটোসেশনে অংশ নেন। এরপর নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন নাজমুল হাসানসহ বিসিবির পরিচালকরা।

সাহস যোগাতে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাত করেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, চীফ সিকিউরিটি অফিসার মেজর হোসেন ইমাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আফজালুর রহমান সিনহা, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল বুলুসহ বিসিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। কোনো অঘটন ছাড়াই জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর শেষ করে। এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি।

তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দেওয়ার পর সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি প্রধান নাজমুল হাসান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কালই পাকিস্তান যাচ্ছে নারী ক্রিকেট দল।
 
বাংলাদেশ নারী ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

স্ট্যান্ডবাই: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।