ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের পর ব্যর্থ বোলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ব্যাটসম্যানদের পর ব্যর্থ বোলাররা ছবি : সংগৃহীত

ঢাকা: তিন দিনের ম্যাচে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শিখর ধাওয়ানের ভারত ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল শুরুতে বিপর্যয়ে পড়ে। শেষের ব্যাটসম্যানরাও ব্যর্থতার পরিচয় দেন।

মাঝে সাব্বির রহমানের শতকে মান বাঁচলেও প্রথম দিন শেষে ব্যর্থ বাংলাদেশের বোলাররা।

প্রথম দিন অলআউট হওয়ার আগে ৫২.৪ ওভারে বাংলাদেশ ২২৮ রান তোলে। জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা মাত্র একটি উইকেট হারিয়ে ৩৩ ওভারে ১৬১ রান সংগ্রহ করেছে। সফরকারীদের থেকে তারা পিছিয়ে ৬৭ রানে, হাতে রয়েছে আরও নয়টি উইকেট।

স্বাগতিকদের হয়ে শতক হাঁকান দলপতি শিখর ধাওয়ান। ১১২ বলের মোকাবেলায় ১৬টি চার আর দুটি ছক্কায় তিনি ১১৬ রানের হার না মানা ইনিংস খেলেন। অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন ধাওয়ান। তার সঙ্গে ব্যাটিংয়ে রয়েছেন তিন নম্বরে নামা শ্রেয়াস।

টাইগারদের বোলিং ব্যর্থতায় ভারত ‘এ’ দল ওপেনিং জুটিতেই তুলে নেয় ১৫৩ রান। ওপেনার অভিনব মুকুন্দ করেন ৩৪ রান। একমাত্র উইকেট হিসেবে মুকুন্দকে ফিরিয়ে দেন শুভাগত হোম।

এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ৬ রানেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় মুমিনুল হকের নেতৃত্বে থাকা দলটি। ৫০ রানের মাথায় পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। সেখান থেকে দলকে টেনে তুলতে শতক হাঁকান সাব্বির রহমান। তাকে যোগ্য সঙ্গ দেন নাসির হোসেন এবং শুভাগত হোম।

অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন সাব্বির। ১৩১ বলে সাজানো তার ইনিংসে ছিল ২৩ চার আর একটি ছয়।

ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ইশ্বর পান্ডের বলে সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত কোনো রান করতে পারেননি। সৌম্য সরকার আর লিটন দাশ ভারতীয় পেসার বরুন অ্যারনের শিকার হয়ে রানের খাতাই খুলতে পারেননি। তিন নম্বরে নামা মুমিনুল হক করেন মাত্র ২ রান। সফরকারীদের দলপতিও বরুন অ্যারনের শিকার হয়ে ফেরেন।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন নাসির হোসেন। তবে, দলীয় ৫০ রানের মাথায় টাইগারদের পঞ্চম ব্যাটসম্যান হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩২ রান। ২৮ বলে ৭টি চারের সাহায্যে নাসির তার ইনিংসটি সাজান।

এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাব্বির-শুভাগত মিলে স্কোরবোর্ডে আরও ১৩২ রান যোগ করেন। দলীয় ১৮২ রানের মাথায় ফিরে যান শুভাগত। বরুন অ্যারনের চতুর্থ শিকার হয়ে ফেরার আগে শুভাগত করেন ৬২ রান। তার ৯৫ বলের ইনিংসে ছিল ৯টি চার আর একটি ছক্কা।

শুভাগত হোম ফিরে গেলে সাব্বিরকে আবারো একাই লড়াই চালিয়ে যেতে হয়। সাকলাইন সজীব ফিরে যান ৪ রান করে। দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন শফিউল ইসলাম। রুবেল হোসেন এবং জুবায়ের হোসেনও ফেরেন দ্রুত। শফিউল, রুবেল আর জুবায়ের রানের খাতায় কিছুই যোগ করতে পারেননি। শেষ চারজনকেই ফিরিয়ে দেন জয়ন্ত যাদব।

বরুন অ্যারনের পাশাপাশি চারটি উইকেট তুলে নেন যাদব।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, জুবায়ের হোসেন।

ভারত ‘এ’ দল: শিখর ধাওয়ান, অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস, নামান ওঝা, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, বরুন অ্যারন, ইশ্বর পান্ডে, আভিমানু মিথুন এবং জয়ন্ত যাদব।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

** ‘এ’ দলের মান বাঁচালেন সেঞ্চুরিয়ান সাব্বির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।