ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মিথুনের ব্যাটে খুলনার ভালো শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
মিথুনের ব্যাটে খুলনার ভালো শুরু ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোহাম্মদ মিথুনের দারুণ ব্যাটিংয়ে জাতীয় লিগের প্রথম দিনের শুরুটা ভালোই করেছে খুলনা বিভাগ। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ২২৭ রান।

বৃষ্টির কারণে এদিন মাত্র ৫৮.১ ওভার খেলা হয়েছে।

মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্টোর বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে খুলনা। তবে ব্যাটিংয়ের শুরুতে হোঁচট খায় আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটি। দলীয় ১২ রানে সাত রান করে আউট হন ইমরুল কায়েস। আর দলীয় ৩৭ ও ৮০ রানে আরো দুটি উইকেট হারায় দলটি।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ৬৩ রানের জুটি গড়ে সাময়িক বিপয্যয় সামাল দেন তুষার ইমরান ও মিথুন। তুষার ব্যক্তিগত ৫৯ রানে আউট হলেও দিন শেষে ৮৭ রানে অপরাজিত থাকেন মিথুন।

১২৬ বলে ১২টি চারের সাহায্যে নিজের ইনিংসটি খেলেন মিথুন। অন্যদিকে ভালো স্কোর করতে ব্যর্থ হন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে তিনি আউট হন। আগামীকাল মিথুনের সঙ্গে ব্যবক্তিগত ১৭ রানে আবারো মাঠে নামবেন নুরুল হাসান।

ঢাকার বোলারদের মধ্যে মোহাম্মদ শহীদ ও শরিফুল্লাহ দুটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।