ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে কি সালমারা?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে কি সালমারা? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সুখকর হয়নি বাংলাদেশ নারী দলের। প্রথম ম্যাচে কিছুটা লড়াই চালালেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে বাজেভাবে হার মানে সালমাবাহিনী।



তবে পাকিস্তান সফরে নিজেদের প্রতিভা মেলে ধরবার সুযোগ ফুরিয়ে যায়নি সালমা-শুকতারাদের। রোববার (০৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

পাকিস্তান সফরে যাওয়ার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন জানিয়েছিলেন, ওয়ানডে সিরিজটাকেই ফোকাস করছে বাংলাদেশ দল। সামনে ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় এই ফরম্যাটকে গুরুত্ব দিয়েই পাকিস্তান গেছে টাইগ্রেসরা।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এখনো জয় পায়নি বাংলাদেশ। এবার সেই ইতিহাস ভাঙতে চায় সালমাবাহিনী। বাংলাদেশের ক্রিকেট-ভক্তরাও মুখিয়ে আছেন পাকিস্তানে সালমাদের একটি জয় দেখার জন্য।

বাংলাদেশ-পাকিস্তান  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ৬ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ নারী ক্রিকেট দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।