ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়াবর্ধনেকে পেয়ে আশাবাদী ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
জয়াবর্ধনেকে পেয়ে আশাবাদী ইংলিশরা

ঢাকা: ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে চার ম্যাচের সেই সিরিজটি অবশ্য ইংলিশদের কাছে দুঃস্বপ্নই হয়ে রয়েছে।

সিরিজের সবকটি ম্যাচে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল দলটিকে।

গতবারের দুঃস্বপ্ন ভুলতে এবার ইংল্যান্ড ক্রিকেট দলের প্রস্তুতিটা বেশ ভালোই। দলের ব্যাটিং শক্তি বাড়াতে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মহেলা জয়াবর্ধনেকে।

লঙ্কান এ ব্যাটিং কিংবদন্তির টেস্টে ১১ হাজার ৮১৪ রানের মধ্যে এশিয়ার মাটিতেই এসেছে ৯ হাজার রান। এছাড়া পাকিস্তানের বিপক্ষে বিশ্বের যে কোন ব্যাটসম্যানদের মধ্যে তিনি দারুণ অভিজ্ঞ। গত চার বছরে পাকিস্তানের বিপক্ষে চারটি টেস্ট সিরিজ  খেলেছেন তিনি। এর মধ্যে দুটি সিরিজ রয়েছে আমিরাতে।

২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া জয়াবর্ধনেকে ইংলিশদের বেশি পছন্দ। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটে তাদের ব্যাটিং শক্তি আরো মজবুত করতে লঙ্কান কিংবদন্তির শরণাপন্ন হয় ইংলিশরা। আগামী ১৮ মাসের মধ্যে ইংলিশদের ভারত ও বাংলাদেশ সফর রয়েছে। যেখানে জয়াবর্ধনের পরামর্শকে কাজে লাগাতে চায় থ্রী লায়ন্স খ্যাত দলটি।

গত সফরে ইংলিশ ব্যাটসম্যানদের ত্রাস হয়েছিলেন পাক স্পিনার সাইদ আজমল ও আব্দুর রেহমান। এ দু’জনেই এবারের দলে নেই। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকা লেগ স্পিনার ইয়াসির শাহ থাকবেন মূল স্পিন দায়িত্বে।

আগেরবার অ্যালিস্টার কুক ও ইয়ান বেল ছাড়া দলের সব ব্যাটসম্যানই ছিলেন ব্যর্থ। এবারে অবশ্য তরুণ জো রুট ও জেমস টেইলরদের মত তারকা ব্যাটসম্যান দলে রয়েছেন। আর টেইলর মনে করেন, জয়াবর্ধনের ক্রিকেটীয় জ্ঞ্যান ইংল্যান্ডকে ভালো খেলতে সাহায্য করবে।

টেইলর বলেন, ‘জয়াবর্ধনে অসাধারণ। তার ক্রিকেটীয় দক্ষতা দুর্দান্ত। আমি তার বিপক্ষে খেলেছি। সে আমাকে কিছুটা জানে। আর সে সঙ্গে থাকলে আমার খেলার উন্নতি হবে। তার অধীনে খেললে দলগত ভাবে আমরা উপকৃত হতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।