ঢাকা: পাকিস্তান সফররত বাংলাদেশ নারী ক্রিকেট দলকে উর্দু ভাষায় কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিমীত ওভারের সিরিজ খেলতে সালমা বাহিনী বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে।
শনিবার (০৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন উর্দু ভাষায় কথা বলেন। এরপরই ব্যাপারটিকে নেতিবাচক বিবেচনা করে দলের দায়িত্বে থাকা ম্যানেজার শফিকুল হক হীরা এ প্রসঙ্গে কথা বলেন।
পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাতকারে হীরা বলেন, ‘নারী ক্রিকেট দলকে আদেশ দেওয়া হয়েছিল, যে কোন সাক্ষাতকার অথবা সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ইংলিশ বা বাংলায় কথা বলতে হবে। ’
তিনি আরো বলেন, আমি দলের সঙ্গে সব সময় আছি। আর তারা যেখানেই যাক না কেন, তাদের কথা ইংলিশে অনুবাদ করে দিতে আমাকে বিসিবি থেকে বলা হয়েছিল। কিন্তু তারপরও সালমা কেনো উর্দুতে কথা বলেছে সেটি নিয়ে পরে আলোচনা করা হবে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানায়, বিসিবির বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশ দলপতি।
বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী, বিসিবির অধীনে যে কোন ক্রিকেটার পাকিস্তান কিংবা ভারত সফরে হিন্দি অথবা উর্দু ভাষায় কথা বলতে পারবেন না। তাদের বাংলায় কিংবা ইংলিশে কথা বলতে হবে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস