ঢাকা: মুস্তাফিজুর রহমানের পেস তাণ্ডবে ফলো-অন এর শঙ্কায় পড়েছে ঢাকা মেট্রো। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা বিভাগের করা ৪৫৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে মেট্রোর সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান।
খুলনার হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি ও আল আমিন হোসেন নিয়েছেন একটি উইকেট। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ ৭.১ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করেছেন। আর ৭ ওভারে ১৪ রান দিয়েছেন আল আমিন।
এর আগে খুলনা বিভাগকে বড় সংগ্রহ এনে দেন আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা মোহাম্মদ মিথুন। তিনি আউট হন ১৮৬ রান করে। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া করেন এ ডানহাতি ব্যাটসম্যান। ২৭০ বল মোকাবেলা করে ২৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই মিথুনের সর্বোচ্চ ইনিংস।
মিথুনের সঙ্গে জুটি বেধে মেহেদি হাসান মিরাজ করেন ব্যক্তিগত ৬৭ রান। এছাড়া আব্দুর রাজ্জাকের ব্যাট থেকে আসে ৪৬ রান। শেষ পর্যন্ত ৪৫৫ রানে শেষ হয় খুলনার প্রথম ইনিংস।
তুষার ইমরানের ৫৯, এনামুল হক বিজয়ের ৩৪ ও মোহাম্মদ মিথুনের অপরাজিত ইনিংসে প্রথম দিনে ৫ উইকেটে ২২৭ রান তুলেছিল খুলনা। রোববার ম্যাচের দ্বিতীয় দিনে শেষ ৫ উইকেটে আরও ২২৮ রান যোগ করে খুলনার ব্যাটসম্যানরা।
মোহাম্মদ শহীদ চারটি উইকেট নেন। আবু হায়দার ও শরিফউল্লাহ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেটে নিয়েছেন ইলিয়াস সানি ও সৈকত আলী।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এসকে/এমআর