ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলের প্রস্তুতিতে নেই ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
গোলাপি বলের প্রস্তুতিতে নেই ম্যাককালাম ছবি: সংগৃহীত

ঢাকা: নভেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্ট মাঠে গড়াবে। তার আগে গোলাপি বলে নিজেদের প্রস্তুত রাখতে ফ্লাডলাইটের আলোয় দু’দিন অনুশীলন করবে ব্ল্যাক ক্যাপসরা।

কিন্তু হ্যামিল্টনে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ব্রিসবেনে আগামী পাঁচ নভেম্বর দু’দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে। পার্থে ১৩-১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। আর অ্যাডিলেডে ২৭ নভেম্বর টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ডে-নাইট টেস্ট ম্যাচের পর্দা উঠবে।

সাবেক সতীর্থ ক্রিস কেয়ার্নসের একটি ফৌজদারি মামলায় সাক্ষ্য দেবেন ম্যাককালাম। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে সোমবার (০৫ অক্টোবর) থেকে এর শুনানি শুরু হবে। ২০১২ সালে দুর্নীতি মামলা ইস্যুতে কেয়ার্নসের ওপর তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাবেক কিউই অলরাউন্ডারের সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে।

ম্যাককালাম ছাড়াও সাবেক কিউই তারকা স্টিফেন ফ্লেমিং, শেন বন্ড, আন্দ্রে অ্যাডামস ও নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও ডেভিড হোয়াইট এ মামলায় সাক্ষ্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।