ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

লিড নিয়েই নামবে তামিম-মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
লিড নিয়েই নামবে তামিম-মুমিনুলরা

ঢাকা: রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ৭৫ রানে এগিয়ে চট্টগ্রাম বিভাগ। প্রথম ইনিংসে চট্টগ্রামের ৩৮৩ রানের জবাবে ৩০৮ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ।

ফলে, প্রথম ইনিংসে লিড ধরে রেখে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে রাজশাহী।

আগে ব্যাটিং করা তামিম-নাফিস-মুমিনুল হকরা ৯৫.৩ ওভারে ৩৮৩ রান সংগ্রহ করে। ওপেনার তামিম ইকবাল শূন্য আর নাফিস ইকবাল ৬ রান করে বিদায় নিলে তিন নম্বরে নামা মুমিনুল হক ৯০ রান করেন। তার ১০৭ বলে সাজানো ইনিংসে ছিল ১৪টি চারের পাশাপাশি দুটি ছক্কা।

চট্টগ্রামের হয়ে ৯১ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি। ১৫টি চার আর দুটি ছক্কায় ইয়াসির ১৩৬ বলে তার ইনিংসটি সাজান।

ইরফান শুক্কুর দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন। মুক্তার আলির বলে জুনায়েদ সিদ্দীকির তালুবন্দি হওয়ার আগে তিনি ১৬টি চার মারেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ৭৪ রান করে অপরাজিত থাকেন।

রাজশাহীর হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মুক্তার আলি এবং সাফাক আল জাবির। তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।

ব্যাটিংয়ে নেমে জুবায়ের হোসেন আর নাবিল সামাদের দারুণ বোলিংয়ে ৭১.১ ওভার ব্যাট করে ৩০৮ রানে অলআউট হয় রাজশাহী।

রাজশাহীর ওপেনার নাজমুল হোসাইন শান্ত ৬১, জুনায়েদ সিদ্দীকি ৮১, ফরহাদ হোসেন ৬৯, তন্ময় ঘোষ ৩৪, তাইজুল ২৫ রান করেন।

চট্টগ্রামের হয়ে জুবায়ের চারটি আর নাবিল সামাদ তিনটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।