ঢাকা: নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে না। সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর প্রোটিয়া নারী দলের ঢাকায় পা রাখার কথা রয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে এমনটিই জানা গেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে এখনো কিছু জানায়নি। ক্রিকেট দ. আফ্রিকার (সিএসএ) অফিসিয়াল ওয়েবসাইটেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
হোম সিরিজে দ. আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু, সফর স্থগিতের খবরে সবই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বাংলাদেশ নারী দল বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে। ইতোমধ্যেই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে হেরে গেছে টাইগ্রেসরা। অন্যদিকে, ওয়ানডে সিরিজে সমতা আনতে মঙ্গলবারের (০৬ অক্টোবর) ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। রোববার প্রথম ওয়ানডেতে ২০ রানে হার মানে সালমারা।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএম