ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পৌঁছেছে সিএবি’র অনূর্ধ্ব-১৭ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ঢাকায় পৌঁছেছে সিএবি’র অনূর্ধ্ব-১৭ দল ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে চারটি তিনদিনের ম্যাচ খেলার জন্য মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিসিবি কর্মকর্তারা।



ঢাকা থেকে সরাসরি কলকাতার দলটি চলে যাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে বুধবার (০৭ অক্টোবর) প্রথম তিনদিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি ১১ অক্টোবর বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এরপর দল দুটি চলে যাবে রংপুরে। ১৬ অক্টোবর তৃতীয় ও ২০ অক্টোবর শুরু হবে চতুর্থ তিনদিনের ম্যাচ। রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ২৪ অক্টোবর বাংলাদেশ ছাড়বে সিএবি’র বয়সভিত্তিক দলটি।

এদিকে ভারতীয় দলটির বাংলাদেশ সফর উপলক্ষে ১৪ সদস্যের বিসিবির অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা করা হয়েছে।

বিসিবি অনূর্ধ্ব-১৭ দল: আমিনুল ইসলাম বিপ্লব (অধিনায়ক), আকবর আলী (সহ-অধিনায়ক), ফয়সাল আহমেদ, রাতুল খান, সজিবুল ইসলাম, শামীম পাটওয়ারী, মাহমুদুল হাসান, মোর্তজা আহমেদ মাহিন, শাহাদাত হৃদয়, ইসহাক আলী, নওশাদ ইকবাল, শরিফ ইসলাম, মো: রনি, মুকিদুল ইসলাম।

স্ট্যান্ডবাই: হৃদয় ইসলাম, শফিউল আহমেদ ফাহিম, হাসান মাহমুদ, রকিবুল হাসান, সজিব মিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।