ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শুনানি বৃহস্পতিবার

ক্রিকেটার শাহাদাতের সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ক্রিকেটার শাহাদাতের সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গৃহকর্মী হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

  

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতে রিমান্ডের এ আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরু মিয়ার আদালত।

এর আগে সোমবার (৫ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেনের আদালত।

এ মামলার অন্য আসামি শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। গত শনিবার (০৩ অক্টোবর) দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (৪ অক্টোবর) পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। তবে তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিত্য নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহমুদ হাসান।

তিনি বাংলানিউজকে জানান, গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আসামি জেসমিন জাহান নিত্যকে। তিনি গৃহকর্মীকে নির্যাতনে বিষয়টি স্বীকারও করেছেন।

গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।