ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সালমাদের নিষ্প্রাণ ফেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
সালমাদের নিষ্প্রাণ ফেরা ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে বুধবার (৭ অক্টোবর) ঢাকা আসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ম্যাচ টি-টোয়েন্টি এবং সমান ওয়ানডে সিরিজ খেলতে সালমার নেতৃত্বে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ নারী দল।



বিসিবি সূত্র জানায়, বুধবার (০৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সালমারা অবতরণ করবেন।

দুই ফরমেটের চারটি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

২০০৯ এ শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর তালেবান অধ্যুষিত পাকিস্তানে এটিই বাংলাদেশর প্রথম সফর ছিল। আর এ সফরে ৩০ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ২৯ রানে হারে সফরকারীরা। ০১ অক্টোবর, দ্বিতীয়টিতে ৩৪ রানের হার বরণ করে সালমা, জাহানারারা।

এরপর ০৪ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানেডেতে জয়ের কাছে গিয়েও ২০ রানের পরাজয় মেনে নিতে হয় যায় লাল-সবুজের দলটিকে। আর ০৬ অক্টোবর দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে শূন্য হাতেই সফর শেষ করে বাংলাদেশ।

এর আগে, গেল ২৮ সেপ্টেম্বর পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।