ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরছেন শচীন-শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মাঠে ফিরছেন শচীন-শেন ওয়ার্ন ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ক্রিকেট অল-স্টারস সিরিজ ২০১৫’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন। সাবেক দুই তারকা ক্রিকেটার ভিন্ন দু’টি দলের অধিনায়কত্ব করবেন।

টেস্ট খেলুড়ে দেশের দুই ডজনেরও বেশি সাবেক ক্রিকেটার এতে অংশ নিচ্ছেন। আগামী ৭ নভেম্বর জমজমাট আসরটির পর্দা উঠবে।

মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে থাকছে আমেরিকার তিনটি বেসবল স্টেডিয়াম। নিউইয়র্কের সিটি ফিল্ড, হাউস্টনের মিনিট মেইড পার্ক ও লস অ্যাঞ্জেলসের ডোজার স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৭, ১১ ও ১৪ নভেম্বর।

প্রথম দুই ম্যাচ দিনের অালোয় হলেও ৫৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডোজার স্টেডিয়ামের ফাইনাল ম্যাচটি ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

শচীন-ওয়ার্ন ছাড়াও রিকি পন্টিং, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, জন্টি রোডস ও মাইকেল ভনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা এ আসরে অংশ নেবেন। টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সাতটি টেস্ট খেলুড়ে দেশের ২৬ জন সাবেক ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের কোনো ক্রিকেটার এ তালিকায় নেই।

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে ব্যতিক্রমী টুর্নামেন্ট অায়োজিক হতে যাচ্ছে। শচীন’স ব্লাস্টার্সের হয়ে শচীন টেন্ডুলকার ও ওয়ার্ন’স ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন শেন ওয়ার্ন।

যুক্তরাষ্ট্রের বেসবল স্টেডিয়ামে এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‍অল-স্টারস সিরিজ টুর্নামেন্টকে অনুমোদন দেয়।

সাতটি টেস্ট খেলুড়ে দেশের ২৬ জন সাবেক ক্রিকেটার:

ভারত: শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণ ও অজি‍ত আগারকার।

অস্ট্রেলিয়া: শেন ওয়ার্ন, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, গ্লেন ম্যাকগ্রা ও ব্র্যাড হ্যাডিন।

দক্ষিণ আফ্রিকা: জ্যাক ক্যালিস, শন পলক, ল্যান্স ক্লুজনার, জন্টি রোডস ও অ্যালান ডোনাল্ড।

ইংল্যান্ড: গ্রায়েম সোয়ান ও মাইকেল ভন।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালস ও কার্টলি অ্যাম্ব্রোস।

শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন ও মাহেলা জয়াবর্ধনে।

পাকিস্তান: ওয়াসিম আকরাম, শোয়েব অাখতার, সাকলাইন মুস্তাক ও মঈন খান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।