ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ন্যাক্কারজনক’ ঘটনা ধোনির কাছে মজার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
‘ন্যাক্কারজনক’ ঘটনা ধোনির কাছে মজার! ছবি : সংগৃহীত

ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাজে ভাবে হেরেছে স্বাগতিক ভারত। টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটসম্যানদের নিয়েও টিম ইন্ডিয়া অলআউট হয় মাত্র ৯২ রানে।

জয়ের দিকে এগুতে থাকা প্রোটিয়াদের ইনিংস চলাকালীন কটাকের বারাবটি স্টেডিয়ামে ঘটে যায় ‘ন্যাক্কারজনক’ ঘটনা।

প্রোটিয়াদের ইনিংসের ১১তম ওভারে মাঠে উপস্থিত দর্শকরা ফিল্ডিংয়ে থাকা ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে বোতল ছোঁড়ে। তাতে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে ম্যাচের আম্পায়াররা খেলা বন্ধ রাখেন। দর্শকরা শান্ত হলে ফের মাঠে বল গড়ায়। তবে, দুই ওভার পর আবারো দর্শকরা উত্তেজিত হয়ে বোতল ছুঁড়তে থাকেন।

প্রথমবার নিরাপত্তার কথা মাথায় রেখে দুই দলের ক্রিকেটাররা এবং ম্যাচের দায়িত্বরত আম্পায়াররা মাঠের মাঝখানে অপেক্ষা করতে থাকেন। পরেরবার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠে যে, ক্রিকেটাররা নিজেদের ড্রেসিং রুমে অবস্থান নেন। আর সীমানা ঘেষে দাঁড়িয়ে থাকেন আম্পায়াররা ও ম্যাচ রেফারি।

মাঠে দর্শকদের এমন ঘটনায় উত্তপ্ত পুরো ক্রিকেট বিশ্ব। চলছে নিন্দা আর সমালোচনার ঝড়। তবে, এমন ঘটনায় অবাক নন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি জানিয়েছেন, এটা খুব একটা সিরিয়াস ঘটনা না। আমার মনে হয় দর্শকরা মজা করার জন্য এমনটি করেছেন।

ধোনি আরও বলেন, বেশ কিছু দর্শক মাঠে বোতল ছুঁড়েছিলেন। তাদের ছোঁড়া বেশ কিছু বোতল মাঠে এসে যাচ্ছিল। ফলে, ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আম্পায়াররা খেলা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

স্বাগতিকদের খারাপ পারফরম্যান্সের জন্যই দর্শকরা বোতল ছুঁড়ছিল জানিয়ে ধোনি বলেন, নিরাপত্তার স্বার্থে এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। আমার মনে আছে, ভাইজাগে একটা ম্যাচে আমরা জেতার পরেও এভাবে মাঠে বোতল উড়ে এসেছিল। কেউ একজন সিরিয়াসলি বোতল ছোঁড়েন, এরপর অনেকেই সেটি দেখে নিছক মজার ছলেই বোতল ‍ছুঁড়তে থাকেন।

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারত ১৭.২ ওভার ব্যাট চালিয়ে অলআউট হয়। ৯৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ১৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।