ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ার ম্যাচে নামছে ভারত-দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
রেকর্ড গড়ার ম্যাচে নামছে ভারত-দ. আফ্রিকা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ (০৮ অক্টোবর) কলকাতায় মুখোমুখি হতে যাচ্ছে ভারত। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করা প্রোটিয়াদের বিপক্ষে অনেকটা মানরক্ষার ম্যাচে নামছে ‘টিম ইন্ডিয়া’।



বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ইডেন গার্ডেনসে মাঠে নামবে দুই দল।

এদিকে সিরিজ হেরে গেলেও এ ম্যাচে ভারতীয় দলে কয়েকটি ব্যক্তিগত অর্জনের হাতছানি দিচ্ছে। দলের সেরা তারকা বিরাট কোহলি এ ম্যাচে অর্ধশতক করতে পারলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে ১০টি টি-২০ অর্ধশতক করার গৌরব অর্জন করবেন।

অন্যদিকে আর মাত্র ১৭ রান করলে ক্যারিয়ারের ১০০০ রানের মাইলফলক ছুঁবেন সুরেশ রায়না। পাশাপাশি মাত্র একটি উইকেট পেলে ভারতীয় দলের হয়ে প্রথম বোলার হিসেবে ৩০টি টি-২০ উইকেট পাবেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় দলের পাশাপাশি প্রোটিয়া দলেও রয়েছে কয়েকটি রেকর্ডের হাতছানি। এ ম্যাচটির মাধ্যমে দলটি ৮৩টি টি-২০ ম্যাচে অংশ নেবে। যা নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়। ৯০টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছে পাকিস্তান।

এছাড়া আর মাত্র একটি জয় পেলে ফাফ ডু প্লেসিসরা ৫০তম টি-২০ ম্যাচ জিতবেন। পাকিস্তান একমাত্র দল হিসেবে ৫০টির বেশি ম্যাচে জিতেছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।