ঢাকা: ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচে ব্যাটসম্যানদের পর দাপট দেখাচ্ছেন বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বোলাররা।
বিকেএসপিতে অনুষ্ঠিত এ ম্যাচে বিসিবি’র বয়সভিত্তিক দলটির প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৮৩ রান তুলেছে সফরকারী দলটি।
মাত্র ৫৮ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। সেখান থেকে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন চার নম্বরে নামা সিএবি’র ব্যাটসম্যান অনব ভট্টচার্য।
বিসিবি’র শাহাদাত হৃদয় দুটি, শরিফ ইসলাম ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর ৮ উইকেটে ৪০০ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল। আমিনুল ইসলামের সেঞ্চুরি (১২২), রাতুল খান (৮৪) ও মোর্তজা আহমেদের (৫৫*) অর্ধশতকে বড় স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।
বাংলাদেশ সফরে মোট ৪টি তিনদিনের ম্যাচ খেলবে সফকারী দলটি। এদিকে তৃতীয় ও চতুর্থ তিনদিনের ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বিসিবি। এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পূর্বের সূচি অনুযায়ী ম্যাচ দুটি রংপুর ক্রিকেট গার্ডেনে হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এসকে/এমআর