ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে জয়হীন ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
টি-টোয়েন্টি সিরিজে জয়হীন ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবল বর্ষণের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটি বলও মাঠে গড়ায় নি। কলকাতার ইডেন গার্ডেনসে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার আগেই বৃষ্টি বন্ধ হয়।

তবে আউটফিল্ডে প্রচুর পানি জমে থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।

আগেই সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পায় সফরকারীরা। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে শেষ ম্যাচে জয়ের লক্ষ্যই ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু ভারতের সান্ত্বনাসূচক জয়ের আশায় বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি।

সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। দুই ম্যাচে ৯৮ রান করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে, পার্টটাইম স্পিনার হিসেবে মাত্র এক ওভার বল করে উইকেট শূন্য থাকেন।

রোববার (১১ অক্টোবর) কানপুরে প্রথম ওয়ানডে দিয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে। পরবর্তী ম্যাচগুলো হবে যথাক্রমে ১৪, ১৮, ২২, ২৫ অক্টোবর। এরপর শুরু চার ম্যাচের টেস্ট সিরিজ।   মোহালিতে ০৫ নভেম্বর প্রথম টেস্ট মাঠে গড়াবে। ১৪, ২৫ ও ৩  ডিসেম্বর বাকি তিনটি ম্যাচ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।