ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে পাকিস্তানের দায়িত্ব যাওয়ার কথা দেশটির তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির কাঁধে। তবে, সাম্প্রতিক বাজে ফর্মে থাকা আফ্রিদির কাঁধে দায়িত্ব দেওয়া বোর্ডের বোকামি বলে মনে করেন সাবেক টেস্ট ক্রিকেটার সরফরাজ নেওয়াজ।
২০১৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে আসরে আফ্রিদিকে অধিনায়ক না রাখার পরামর্শ দেন সরফরাজ। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান সাফ জানিয়ে দিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদিই থাকবেন পাকিস্তানের অধিনায়ক।
সম্প্রতি বাজে ফর্মে থাকা ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি নিজেই জানিয়েছেন তার খারাপ সময়ের কথা। জানিয়েছেন বিশ্বকাপের আগে আরও বেশি বেশি ম্যাচ খেলে ফর্মহীনতাকে কাটিয়ে উঠতে চেষ্টা করবেন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে আফ্রিদি মাত্র ৪ রান করেন। প্রথম ম্যাচে ২ ও পরের ম্যাচেও ২ রান করা এ অলরাউন্ডার বল হাতে প্রথম ম্যাচে ৩ ওভারে ২৩ রান খরচায় থাকেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বল করে ২৬ রান দিয়েও কোনো উইকেট পাননি।
সরফরাজ খান আফ্রিদির দলনেতা হওয়ার জন্য যে নেতৃত্বগুন থাকার প্রয়োজন সেটি নিয়ে প্রশ্ন না তুললেও জানান, আফ্রিদিকে অধিনায়ক করে পাঠানো হবে পিসিবি’র মস্ত বড় বোকামি। যখন সে দিনের পর দিন নিজের ফর্ম হারিয়ে ফেলছে, তখন তাকে দলের সঙ্গে না পাঠানোই উত্তম হবে।
তবে, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, আফ্রিদির নেতৃত্বেই ভারতে যাবে পাকিস্তান। ২০১৬’র বিশ্বকাপে তার কাঁধেই থাকবে দলপতির দায়িত্ব। সে ভালো একজন অলরাউন্ডার এবং ম্যাচ উইনার। তার নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে দল ২-০তে সিরিজ জিতেছে। শুধু তাই নয়, তার দলটি ছয়টি ম্যাচে পরপর জয় পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৫
এমআর