ঢাকা: রকিবুল হাসানের অপরাজিত ৮৯ রানের ওপর ভর করে বড় সংগ্রহের পথে এগুচ্ছে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলায় ঢাকা মেট্টোর বিপক্ষে প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছে ঢাকা বিভাগ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চার দিনের এ খেলায় টসে জিতে আগে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে মোহাম্মদ শরীফের নেতৃত্বে দলটি। ওপেনিং জুটিতে জনি তালুকদারের সঙ্গে ৬৯ রানের পার্টনারশীপ গড়েন আব্দুল মাজিদ।
জনি ২০ রান করে আরাফাত সানীর বলে আউট হলেও অর্ধশতক করে মাঠ ছাড়েন মাজিদ। তিনি ১১১ বলে আটটি চার ও একটি ছয়ে ৬৬ রান করেন। পরে নিয়মিত বিরতিতে আরো তিনটি উইকেট পড়লেও খেলায় দারুণ ভাবে নিয়ন্ত্রন নেয় ঢাকা বিভাগ। পঞ্চম উইকেট জুটিতে নাদিফ চৌধুরীর সঙ্গে ৭৫ রানের পার্টনারশীপ গড়ে দিন শেষ করেন রকিবুল।
ডানহাতি ব্যাটসম্যান রকিবুল ১৫৪ বলে ১০টি চারের সাহায্যে ৮৯ রানের ইনিংসটি খেলেন। আগামীকাল অপরপ্রান্তে ৩৭ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন নাদিফ। মেট্টোর হয়ে একাই তিনটি উইকেট নেন বাঁ হাতি স্পিনার সানী।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এমএমএস