ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভাল আছেন মাশরাফি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ভাল আছেন মাশরাফি ছবি: সংগৃহীত

ঢাকা: মাশরাফি ভক্তদের জন্য সুখবর। ডেঙ্গুতে আক্রান্ত টাইগার অধিনায়কের জন্য দুশ্চিন্তার কিছু নেই কারণ, তার প্রাথমিক বিপদ কেটে গেছে।

গেল দু’দিনের তুলনায় এখন তিনি ভালো আছেন। যদিও মাশরাফির শরীরের জ্বর উঠা নামা করছে। তারপরও শরীরের রক্ত কণিকাসহ অন্যান্য অবস্থা স্বাভাবিক আছে বলে জানালেন, বিসিবি’র চিকিৎসক ডা: মোহাম্মদ মনিরুল আমিন।

রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মাশরাফির সকল রিপোর্ট পর্যবেক্ষণ শেষে সন্ধ্যায় তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে এ বিষয়ে নিশ্চিত করেন।

মাশরাফির শরীরের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী ৫-৭ দিনের মধ্যেই তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার গভীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে অ্যপোলো হাসপাতালে ভর্তি হন টাইগার দলপতি। ওই দিন দুপুরে বিসিবি চিকিৎসক ডা: দেবাশিষ চৌধুরি তার সকল রিপোর্ট দেখে নিশ্চিত হন যে, মাশরাফি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময় ১৯৩৫ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।