ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে খেলতে চান আফ্রিদি-মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বিপিএলে খেলতে চান আফ্রিদি-মিসবাহ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তান টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল-হক। চলতি বছরের নভেম্বরে বসতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসর।



বিপিএলে খেলার প্রসঙ্গে পাকিস্তান তারকা আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে আমি আগ্রহী। এই টুর্নামেন্টে খেলে নিজের পারফরম্যান্সে উন্নতি করতে পারবো। ’

এবারের আসরে ১৮২ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ৫২ জন পাকিস্তানি ও ৪৮ জন ইংল্যান্ড ক্রিকেটার খেলার ব্যাপারে নিজেদের আগ্রহ দেখিয়েছে। বিপিএলের ট্যাকনিক্যাল কমিটির মেম্বার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বিশ্বসেরা তারকাদের মধ্যে মিসবাহউল হক, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ আমির, ক্রিস গেইল, রবি বোপারা ও কুমার সাঙ্গাকারার নাম রয়েছে। ’

এর আগে ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় অাসরে পাকিস্তানি কোন ক্রিকেটার খেলেন নি। নিরাপত্তার কারণে বাংলাদেশ দল সেদেশে না যাওয়ায় পাকিস্তান ক্রিকেটারদের পাঠায়নি। তবে সম্প্রতি বাংলাদেশ নারী দল পাকিস্তানে সফর করায় দু’দেশের মধ্যে আবারও সম্পর্ক গভির হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।