ঢাকা: কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে দুই রানের লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তিন দিনের এ ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২০৪ রান।
বিকেএসপি’র চার নম্বর মাঠে খেলা এ ম্যাচে বাংলাদেশ যুবাদের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন মাহমুদুল হাসান। এছাড়া ৪৩ রান করেন ওপেনার রাতুল খান। আর ৪১ রান করে আউট হন অধিনায়ক আমিনুল ইসলাম। শামীম পাটোয়ারী ২৭ ও আকবর আলী ৪ রানে অপরাজিত আছেন।
এর আগে ১৯৮ রানে সাত উইকেট হারানো সিএবি দ্বিতীয় দিনের শুরুতেই মাত্র চার রান যোগ করতে পারে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শেষ হয় সফরকারীদের ইনিংস। বোলারদের মধ্যে শরীফ, রনি, ফয়সাল ও নওশাদ দুটি করে উইকেট পান।
এর আগে বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল প্রথম তিনদিনের ম্যাচটি ড্র হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস