ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনও ১২২ রানে পিছিয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এখনও ১২২ রানে পিছিয়ে বরিশাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চট্টগ্রামের প্রথম ইনিংসে করা ৪৬৭ রানের বিশাল স্কোরের পর ব্যাটিংয়ে সংগ্রাম করে যাচ্ছে বরিশাল বিভাগ। জাতীয় লিগের তৃতীয় পর্বের খেলার তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বরিশালের সংগ্রহ নয় উইকেট হারিয়ে ৩৪৫ ‍রান।

হাতে আরো একটি উইকেট থাকলেও বরিশাল এখনও ১২২ রানে পিছিয়ে আছে।

চট্টগ্রাম বিভাগ-৪৬৭/ডিক্লেয়ার
বরিশাল বিভাগ-৩৪৫/৯ (৮৬.০ ওভার)

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে দৃড়ভাবে ব্যাটিং করতে থাকে বরিশাল। দলের প্রথম আট ব্যাটসম্যানই দুই অঙ্কের কোঠায় রান করতে সমর্থ হয়। বরিশালের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আল-আমিন। এছাড়া ৫১ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে।

চট্টগ্রামের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান মোহাম্মদ সাফিউদ্দিন। এছাড়া মনিরুজ্জামান ও ইফতেখার সাজ্জাদ দুটি করে উইকেট পান।

এর আগে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসের সাত উইকেট হারিয়ে ৪২৩ রান করা চট্টগ্রাম, তৃতীয় দিনে আর কোন উইকেট না হারিয়ে আরো ৪৪ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে। সাফিউদ্দিন ৩০ ও নাইম ইসলাম জুনিয়র ১৭ রানে অপরাজিত থাকেন।

বরিশালের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সোহাগ গাজী। ঘরের ছেলে তামিম ইকবাল চট্টগ্রামের হয়ে প্রথম ইনিংসে ১৩৭ রান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।