ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে ছিলেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য ভারতে পাঠানো হয়েছিল টেস্ট স্কোয়াডের ৭ ক্রিকেটারকে।
‘এ’ দলে সুযোগ দেওয়া হয় সাধারণত জাতীয় দলে যাদের ভবিষ্যত ক্রিকেটার ভাবা হয়। অধিনায়কত্বের ব্যাপারটাও অনেকটা এমন। ভবিষ্যতের নেতা যাদের ভাবা হয়, তারাই পান দায়িত্বটা। ভারত সফরে জাতীয় দলের স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক থাকলেও এবার অনিয়মিত ক্রিকেটার শুভাগত হোম। ফলে প্রশ্নটা এসেই গেল নির্বাচক হাবিবুল বাশারের কাছে।
শুভাগতকে কি ভবিষ্যত নেতা হিসেবে দেখছেন- একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে লম্বা উত্তরই দিতে হয়েছে হাবিবুল বাশারকে। তিনি জানান, ‘এ’ দলে যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন কিন্তু একটা চিন্তা থাকে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে আমরা কাকে দেখতে চাই বা কাউকে অধিনায়ক হিসেবে প্রস্তুত করতে চাই কি না। যাদের নেয়া হয় তারাই পরবর্তীতে হয়ে যাবে তেমন নয়। অবশ্যই ২-১ জনকে নিয়ে চেষ্টা করতে পারি। কারণ ‘এ’ টিমের ব্যাপারটা হচ্ছে পাইপ লাইনের খেলোয়াড় তৈরি করা। দেখা যাক, শুভাগত কেমন করে, ওর প্রথম সফর। আশা করছি, তার সফরটা ভালো যাবে। ’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘শুধু শুভাগত নয়, ভবিষ্যতের নেতা হিসেবে অনেকেই ভাবনায় আছে। যেমন আগের সফরে মুমিনুলও গিয়েছিল। আমরা ঘুরে-ফিরে দেখতে চাই কে কেমন করে। কারণ, আমি একটা ব্যাপার বিশ্বাস করি, অধিনায়কত্বের বিষয়গুলো কার মধ্যে কতটা আছে সেটা দায়িত্ব দিলেই বোঝা যায়। অনেক সময় মনে হয় সে ভালো অধিনায়ক হতে পারবে। কিন্তু দায়িত্ব দেয়ার পর দেখা যায়, সে হয়তো ততোটা ভালো করছে না। কে কতটা ভালো সেটা দায়িত্ব পেলেই বোঝা যায়। ’
গত এপ্রিলে পাকিস্তান ও পরবর্তীতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শুভাগতকে অফস্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়। তাকে দলের সেরা অফস্পিনার হিসেবে মূল্যায়নও করেছিলেন নির্বাচকরা। কিন্তু, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়েন তিনি।
শুভাগতকে সেরা অফস্পিনার মনে করেন কি না-এমন প্রশ্নের জবাবও দিতে হয়েছে ম্যানেজার হিসেবে দক্ষিণ আফ্রিকাগামী এই নির্বাচককে, ‘আমরা যাকে দলে নিই, তাকেই সেরা বলে মনে করি। শুভাগত দলে সুযোগ পেয়েছিল। হ্যাঁ, ওর পারফরম্যান্স সেরকম হয়নি। তবে যাকে দলে রাখছি তাকে যথেষ্ট সুযোগ দিতে চাই। সুযোগ দিতে চাই নিজেকে প্রমাণ করার জন্য। ভারত সফরে শুভাগত কম-বেশি ভালো খেলেছে। এটা তার জন্য আরেকটা সুযোগ। আমাদের জন্যও। দেখা যাক, আসলেই ও কতটা ভালো করে। ’
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসকে/আরএম