ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

২২ বছরের রেকর্ড ভাঙলেন ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
২২ বছরের রেকর্ড ভাঙলেন ইউনিস ছবি : সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ইউনিস খান। দীর্ঘ ২২ বছর ধরে এ রেকর্ডটি জাভেদ মিয়াঁদাদের দখলে ছিল।

ইনজামাম উল হকের সামনেও এমন কীর্তি গড়ার হাতছানি ছিল। কিন্তু, নিজের ১০২ নম্বর টেস্ট ম্যাচে সবাইকে ছাড়িয়ে গেলেন ইউনিস। ‍

মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই রেকর্ড গড়েন ইউনিস। ব্যাটিংয়ে নামার আগে রান সংখ্যা ছিল ৮,৮১৪। কিংবদন্তি মিঁয়াদাদকে ছাড়িয়ে যেতে তার ১৯ রানই যথেষ্ট ছিল। পরে ব্যক্তিগত ৩৮ রানে স্টুয়ার্ট ব্রডের বলে অ্যালিস্টার কুকের তালুবন্দি হয়ে তিনি সাজঘরে ফেরেন।

এখন পর্যন্ত ১০২ টেস্টের ১৮১ ইনিংসে ব্যাট করে ৫৩.৯৭ গড়ে ৮,৮৫২ রান করেছেন ইউনিস। ২৯টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ত্রিশটি শতক। যার রেকর্ডটি ভেঙেছেন তার দখলে রয়েছে ৪৩টি ফিফটি ও ২৩টি সেঞ্চুরি। ১২৪ ম্যাচে মিয়াঁদাদের রানসংখ্যা ৫২.৫৭ গড়ে ৮,৮৩২।

ইউনিস-মিয়াঁদাদের পরেই রয়েছেন ইনজামাম। তিনি ১১৯ টেস্টে ৫০.১৬ গড়ে করেন ৮,৮২৯ রান। এ তালিকায় চারে মোহাম্মদ ইউসুফ (৭৫৩০) ও পাঁচ নম্বরে  রয়েছেন সেলিম মালিক (৫,৭৬৮)।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।