ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র স্পন্সর হলো নিশান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আইসিসি’র স্পন্সর হলো নিশান

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে অফিসিয়ালি যুক্ত হলো ‘নিশান মোটর কোম্পানি’। জাপানের ইয়কোহামা শহরে প্রতিষ্ঠিত এ কোম্পানিটি আইসিসি’র সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত স্পন্সর হিসেবে কাজ করবে।



১৯৩৩ সালে প্রতিষ্ঠিত নিশান বিশ্বজুড়ে বিভিন্ন খেলাধুলার সঙ্গে স্পন্সর হিসেবে কাজ করছে। তবে ক্রিকেট দুনিয়ায় এটিই তাদের প্রথম আগমণ।

এ প্রসঙ্গে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আইসিসি নিশানকে গ্লোবাল পার্টনার হিসেবে পেয়ে আনন্দিত। আমরা আগামী আট বছর আইসিসি’র যে কোন ইভেন্টে একসঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি। ’

নিশান এখন থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও নারীদের বিশ্বকাপে মূল স্পন্সর হিসেবে কাজ করবে। এর আগে আইসিসি’র স্পন্সর হিসেবে আরেক জাপানি কোম্পানি ‘হুন্দাই’ কাজ করেছিল।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।