ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যক্তিগত পারফরম্যান্সে মনোযোগ দিবেন শুভাগত

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ব্যক্তিগত পারফরম্যান্সে মনোযোগ দিবেন শুভাগত ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে ব্যক্তিগত পারফমরমেন্সের দিকেই মনোযোগ দিতে চাইছেন টাইগার ‘এ’ দলের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। মাঠের লড়াইয়ে ব্যক্তিগত পারফম্যান্স ভাল হলে তা দলের কাজে আসে বলেও তিনি বিশ্বাস করেন।



দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশ্যে দেশ ছাড়ার আগে বুধবার (১৪ অক্টোবর)বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সফরকালীন সময়ে পুরো সিরিজেই তিনি ব্যাটে বলে সমান পারফরমেন্স করতে আগ্রহী যার ফলে দিন শেষে টিম বাংলাদেশ একটি ভাল ফলাফল পাবে।
 
দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ এবং পরে জিম্বাবুয়ে গিয়ে স্বাগতিক দলটির বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় ১৯৩০ ঘন্টা, ১৪ অক্টোবর ২০১৫
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।