ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মালিক চমকে পাকিস্তানের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
মালিক চমকে পাকিস্তানের রানের পাহাড় ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্রিকেটে ফিরেছেন দীর্ঘ পাঁচ বছর পর। তবে একি করলেন শোয়েব মালিক।

পাকিস্তানের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচে একেবারে ডাবল সেঞ্চুরিই করে ফেললেন ডানহাতি এ ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে মালিকের অসাধারণ ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

পাকিস্তান-৫২৩/৮.ডিক্লেয়ার
ইংল্যান্ড-৫৬/০ (২১.০ ওভার)

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছিলেন মালিক। আর দ্বিতীয় দিন আরো ১২১ রান যোগ করে খেলেন ক্যারিয়ার সেরা ২৪৫ রান। ৪২০ বলে ২৪টি চার ও চারটি ছয়ে দুর্দান্ত এ ইনিংসটি সাজানোর পর বেন স্টোকসের বলে ইয়ান বেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন এই তারকা ক্রিকেটার।

এদিন মিডলঅর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকও তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তিনি ২১৮ বলে ১০টি চারের সাহায্যে ১০৭ রান করে মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। পঞ্চম উইকেট জুটিতে আসাদ মালিকের সঙ্গে গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন। এই যুগলবন্দির ব্যাট থেকে আসে ২৪৮ রান। পরে পাকিস্তান আট উইকেট হারিয়ে ৫২৩ রানে ঘোষণা করে।

ইংলিশ বোলারদের হতাশার এ ইনিংসে চারটি উইকেট তুলে নেন স্টোকস। এছাড়া দুটি উইকেট পান জেমস অ্যান্ডারসন।

নিজেদের প্রথম ইনিংসে নেমে অবশ্য পাকিস্তানের সঙ্গে সমান তালে ব্যাটিং করতে থাকে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে অ্যালিস্টার কুকদের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। ৩৯ ও ১৫ রানে অপরাজিত আছেন কুক ও মঈন আলী।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।