ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শামীমের সেঞ্চুরিতে ক্ষুদে টাইগারদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শামীমের সেঞ্চুরিতে ক্ষুদে টাইগারদের লিড

ঢাকা: শামীম পাটোয়ারির দুর্দান্ত সেঞ্চুরিতে কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে আট রানের লিড নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৭ দল। তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ক্ষুদে টাইগারদের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২৬৫ রান।

১৬১ রানে অপরাজিত আছেন শামীম।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে বিসিবি যুবাদের ব্যাটিংয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৪৩ রানে স্বাগতিকদের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান সাঝঘরে ফেরেন। তবে চতুর্থ উইকেট জুটিতে শামীমকে সঙ্গে নিয়ে ১১৪ রানের পার্টনারশীপ গড়েন অধিনায়ক আমিনুল ইসলাম।

আমিনুল ব্যক্তিগত ২৮ রানে আউট হবার পর আরো দুটি উইকেট পড়লেও ব্যাটিংয়ে অবিচল থাকেন বাঁহাতি ব্যাটসম্যান শামীম। তিনি ২০২ বলে ১২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে দেড়শ রানের মাইলফলক পার করেন। সফরকারী বোলারদের মধ্যে চারটি উইকেট পান কৌশিক মাইটি। আর বাকি দুটি উইকেট লাভ করেন ত্রিব্রিত রয়।

এর আগে প্রথম দিনে আট উইকেট হারিয়ে ২২৩ রান করা সিএবি এদিন আরো ৩৪ রান যোগ করার পর অলআউট হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।