ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে প্রস্তুত ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
দ্বিতীয় টেস্টে প্রস্তুত ইয়াসির ছবি: সংগৃহীত

ঢাকা: আবুধাবি টেস্টে শেষ মুহূর্তে এসে বাদ পড়েছিলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচে নিজের আধিপত্য বিস্তার করতে চান তরুণ এ স্পিনার।



প্রথম টেস্টে ম্যাচের একদিন আগে অনুশীলনের সময় কাঁধে ব্যথা পান ইয়াসির। পরে নিজেকে ফিট প্রমাণ করতে না পারায় বাদ পড়েন শেন ওয়ার্নকে আইডল মানা এ স্পিনার।

ইয়াসিরের অনুপস্থিতি আবুধাবি টেস্টে পাকিস্তানকে বেশ ভুগিয়েছে। দলে যেখানে মিসবাহ বাহিনীর মূল স্পিনার হিসেবে ছিলেন বাঁহাতি জুলফিকার বাবর। অলরাউন্ডার শোয়েব মালিক থাকলেও তিনি স্বল্প সময়ের জন্য অফস্পিন করেছেন।

এ প্রসঙ্গে ইয়াসির বলেন, ‘প্রথম টেস্টের জন্য আমি কঠোর পরিশ্রম করেছিলাম। তবে দল থেকে বাদ পড়ায় হতাশ হয়েছিলাম। আবুধাবির পিচ স্লো ছিল কিন্তু লেগ স্পিনাররা এখানে সাফল্য পায়। আমি আগামী টেস্টে নিজেকে প্রমাণ করতে পারবো বলে মনেকরি। ’

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের এ লেগস্পিনার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্টে ৬১টি উইকেট নিয়েছেন। ২২ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্টে দুবাইয়ে ‍মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। প্রথম টেস্টটি নাটকীয় ভাবে ড্র হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।