ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মেট্রোর বিপক্ষে লিডের পথে রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
মেট্রোর বিপক্ষে লিডের পথে রংপুর

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১ রানে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ। হাতে আছে চারটি উইকেট।

ঢাকার করা ২৪২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট ২৪১ রান করে রংপুর।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রোববার (১৮ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিনে সাত উইকেটে ২১১ রান নিয়ে ব্যাটিং শুরু করে ঢাকা মেট্রো। শেষ তিন উইকেটে ৩১ রান যোগ করে তারা অলআউট হয়। ওপেনার শামসুর রহমান ৫১ ও আসিফ আহমেদ ৫৬ রান করেন।

আর কেউ অর্ধশতকের দেখা না পেলেও মেহেদী মারুফ ২২, মার্শাল আইয়ুব ১৮ ও মেহেদী হাসান জুনিয়র ২০ রান করেন। জাবিব হোসেন ২১ রানে অপরাজিত থাকেন।

মেট্রোর হয়ে লেগ স্পিনার তানভির হায়দার চারটি ও অফস্পিনার সঞ্জিত সাহা তিনটি  উইকেট লাভ করেন। দুই পেসার সাজিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন একটি করে উইকেট নেন।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে রংপুর বিভাগ। দ্বিতীয় দিন শেষ তারা এখন লিড নেওয়ার পথে। দুই ওপেনার তারিখ আহমেদ ২৭ ও নবীন ইসলাম ৩৯ রান করেন। এছাড়াও আরিফুল হক ৩১, নাঈম ইসলাম ৪০ ও নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৩১ রান। তানভীর হায়দার ৪২ ও সোহরাওয়ার্দী শুভ ২১ রানে অপরাজিত রয়েছেন।

মেট্রোর স্পিনার আরাফাত সানি নিয়েছেন সর্বোচ্চ দু’টি উইকেট। শহীদুল ইসলাম, আসিফ আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও শরিফ উল্লাহ একটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।