ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এফটিপিতে টেস্ট ম্যাচ বাড়াতে চায় বিসিবি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এফটিপিতে টেস্ট ম্যাচ বাড়াতে চায় বিসিবি

ঢাকা: বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে আগে টেস্ট খেলবে নাকি ওয়ানডে কিংবা টি টোয়েন্টি, সে বিষয়ে সংশয় দূর করলেন বিসিবি’র সিইও, নিজামউদ্দিন চৌধুরি সুজন। তিনি জানান, নভেম্বরে দলটির বিপক্ষে সিমীত ওভারের ম্যাচ অর্থাৎ, ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ।



সুজন আরও জানান, জানুয়ারিতে হবে টেস্ট সিরিজ। তবে, টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির সংখ্যা নিয়ে এখনই নিশ্চিত নন তিনি। খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি জানাতে পারবে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান সুজন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে বিসিবিতে নিজ কক্ষে সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন বিসিবি’র সিইও।

এদিকে, ভারত ক্রিকেট বোর্ডের আয়োজনে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ  বাংলাদেশে আয়োজনের কোন সম্ভাবনা আপাতত দেখছেন না তিনি। তবে, সিরিজটি মাঠে গড়ানো নিয়ে এখনো পর্যন্ত বিসিসিআই’র সঙ্গে বিসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে- যোগ করেন সুজন।

অন্যদিকে, বিসিবি’র সিইও গুরুত্ব দিলেন এফিটিপিতে বাংলাদেশের সিরিজ  টেস্ট বাড়ানো নিয়ে। এফটিপি বা ভবিষ্যত ট্যুর পরিকল্পনায় বাংলাদেশের ৬৯টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। টাইগারদের টেস্ট পারফরমেন্সকে ধারালো করতে এফটিপিতে আরও বেশি সংখ্যক  ম্যাচ বাড়ানো প্রয়োজন বলে মত দেন সুজন। শুধু তাই নয়, আসছে ২০১৬ তে বাংলাদেশের খেলা কম আছে যা বাড়াতে বিসিবি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

চলতি বছরের ডিসেম্বরে দেশের বাইরে টিম বাংলাদেশের জন্য সিরিজের চিন্তা করছে বলেও জানান বিসিবি’র সিইও।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।