ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চেন্নাই-রাজস্থানের বিকল্প ভাবছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চেন্নাই-রাজস্থানের বিকল্প ভাবছে বিসিসিআই ছবি: সংগৃহীত

ঢাকা: দুই বছরের নিষেধাজ্ঞায় থাকা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে স্থায়ীভাবে নয়, আগামী দুই মৌসুমের জন্যই দু’টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল নেওয়া হবে।

তাছাড়া দলসংখ্যা আটটিই থাকবে বলে নিশ্চিত করে বিসিসিআই।

রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানায় বিসিসিআই। জানা যায়, চেন্নাই ও রাজস্থানের নাম পরিবর্তন না হয়ে শুধুমাত্র মালিকানায় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে, মালিকানাসহ নতুন নামেও আসতে পারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নতুন দু’টি দল।

গত জুলাইয়ে দুর্নীতি কেলেঙ্কারির দায়ে চেন্নাই ও রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও চেন্নাই সুপার কিংসের সাবেক টিম অফিসিয়াল গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের সাবেক সহকারী মালিক রাজ কুন্দ্রাকে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করেন ভারতীয় সুপ্রীম কোর্টের বিচারক প্যানেল।

শিগগিরই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বিসিসিআই। কোন দু’টি দল চেন্নাই ও রাজস্থালের স্থলাভিষিক্ত হবে তা নিলামের মাধ্যমেই চূড়ান্ত হবে। তবে কবে নাগাদ এটি সম্পূর্ণ হবে তা এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি দুই বছর বাকি থাকতেই আইপিএলের সঙ্গে টাইটেল স্পন্সর চুক্তি বাতিল করে আন্তর্জাতিক বেভারেজ (পানীয়) কোম্পানি পেপসি। অবশ্য, ইতোমধ্যেই চাইনিজ মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো মোবাইলস’র সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।