ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সংশয়ে প্রোটিয়া পেসার মরকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সংশয়ে প্রোটিয়া পেসার মরকেল ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে ১৮ রানে হারাতে বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সফরকারী দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। তবে, এ প্রোটিয়া পেসারের ২২ অক্টোবরের চতুর্থ ম্যাচে মাঠে নামাটা অনিশ্চয়তার মাঝে পড়ে গেছে।



মরকেল জানিয়েছেন, আমি চতুর্থ ম্যাচে মাঠে নামতে পারব কী না তা নিয়ে বেশ সংশয়ে রয়েছি। তৃতীয় ম্যাচে আমার ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি করার সময় পায়ে ব্যথা পাই। পায়ে এখনও ব্যথা অনুভব করছি। তবে, হাতে দু’দিন সময় আছে। আর আমাদের মেডিকেল টিম বেশ ভালো। ২৪ ঘণ্টার মধ্যে তাদের তত্ত্বাবধানে থেকে আমি সুস্থ হয়ে উঠব বলে আশাবাদী। দেখা যাক চতুর্থ ম্যাচে মাঠে নামতে পারি কী না।

চতুর্থ ম্যাচটি জিততে পারলে প্রোটিয়ারা সিরিজ জিতে নেবে। সফরকারীদের জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠে। যেখানে প্রচন্ড গরমের মাঝে খেলতে হবে দুই দলকে। নিজেকে ফিট প্রমাণিত করতে পারলে চেন্নাইয়ের গরম কোনো সমস্যা তৈরি করতে পারবে না বলে জানান মরকেল।

তৃতীয় ওয়ানডেতে দলকে জেতাতে মরকেল ১০ ওভার বল করে ৩৯ রান খরচায় টিম ইন্ডিয়ার চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান। তার শিকারে বিদায় নেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি আর আজিঙ্কা রাহানে। এর মধ্যে ৪৬তম ওভারে পরপর দুই বলে সেট ব্যাটসম্যান কোহলি (৭৭) আর রাহানেকে (৪) ফিরিয়ে 'টিম ইন্ডিয়া'কে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন মরকেল।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।