ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চার দিন এগুচ্ছে ক্রিকেটারদের লটারির তারিখ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
চার দিন এগুচ্ছে ক্রিকেটারদের লটারির তারিখ

ঢাকা: চার দিন এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স বাই চয়েসের তারিখ। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের দলগুলোর জন্য ক্রিকেটারদের বেছে নেওয়ার লটারি পর্ব।



বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস এবং টুর্নামেন্ট সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএলের তৃতীয় আসরের ‘প্লেয়ার্স বাই চয়েস’ অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর। ফ্রাঞ্চাইজিদের বিশেষ অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

‘প্লেয়ার্স বাই চয়েস’র তারিখ এগিয়ে আনা প্রসঙ্গে ইসমাইল হায়দার জানান, ফ্রাঞ্চাইজিদের অনুরোধে আমরা তারিখটি চারদিন এগিয়ে এনেছি। নভেম্বরের ২ অথবা ৩ তারিখে জিম্বাবুয়ে আসবে। এজন্য আমাদের কিছুটা তাড়া থাকতে পারে। এছাড়া ফ্রাঞ্চাইজিদের ব্যবসায়িক কর্মকাণ্ড আমাদের মাথায় রাখতে হবে।

তিনি আরও যোগ করে বলেন, জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত থাকবেন। বিপিএলের আগে তাদের সেভাবে ফ্রি পাওয়া যাবেনা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর ‘প্লেয়ার্স বাই চয়েস’র তারিখটি করতে।

এদিকে, বাংলানিউজ থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২২ তারিখে অনুষ্ঠিত হবে ‘প্লেয়ার্স বাই চয়েস’। হোটেল রেডিসনের গ্রান্ড বল রুমে এটি অনুষ্ঠিত হবে। সেখানে কে অনুষ্ঠানটির পরিচালনা করবেন তা এখনও নির্ধারিত হয়নি। সকাল ১০টা থেকে ‘প্লেয়ার্স বাই চয়েস’ অনুযায়ী ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

১৭তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন বিপিএলের এই আইকন ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকবেন। ২৬ অক্টোবর ‘প্লেয়ার্স বাই চয়েস’ এ উপস্থিত থেকে লটারিতে নিজ নিজ দলকে খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে তারা সাহায্য করতে পারবেন না। এ সমস্যা দূর করতে ফ্রাঞ্চাইজিগুলো প্লেয়ার্স বাই চয়েস পর্বের তারিখ চারদিন এগিয়ে আনার অনুরোধ করে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।