ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালের হয়ে ফের মাঠ মাতাবেন গেইল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বরিশালের হয়ে ফের মাঠ মাতাবেন গেইল ছবি : সংগৃহীত

ঢাকা: ‘প্লেয়ার বাই চয়েস’র বাইরে অনেক ফ্রাঞ্চাইজি তারকা ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে মাঠ মাতাবেন ক্যারিবীয় হার্ডহিটার ক্রিস গেইল-এমনটি জানিয়েছেন বরিশাল বুলসের মালিক রিজওয়ান বিন ফারুক।



টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম এখন গেইল। আইপিএল, বিগব্যাশ, সিপিএল মাতানো এ ব্যাটিং দানবের সঙ্গে বরিশাল বুলসের হয়ে আরও থাকছেন কেভিন কুপার, ব্রেন্ডন টেলর, ইভান লুইসরা। গেইল এর আগেও বরিশালের হয়ে খেলেছেন।

জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের সঙ্গে চুক্তি করা বরিশাল গত আসরে চিটাগাং কিংসের হয়ে খেলা ক্যারিবীয় অলরাউন্ডার কেভিন কুপারকে দলে রেখেছে মিডলঅর্ডারের শক্তি বাড়াতে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।