ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিশ্রর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
মিশ্রর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় দলের লেগ স্পিনার অমিত মিশ্রর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এক নারী মামলা দায়ের করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

মিশ্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ান সিরিজে ভারতের হয়ে খেলছেন। সদ্য ঘোষিত শেষ দুই ওয়ানডে সহ প্রথম দুই টেস্টের স্কোয়াডেও রয়েছেন ৩২ বছর বয়সী এ স্পিনার।

দ. আফ্রিকা সিরিজ সামনে রেখে সেপ্টেম্বরের শেষদিকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প করে টিম ইন্ডিয়া। ওই সময়ে হোটেল রুমে এক নারী মিশ্রর সঙ্গে দেখা করতে গিয়েই নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। এদিকে পুলিশ জানায়, নারীটির নাম বন্দনা।

বেঙ্গালুরুর অশোক নগর থানায় মামলা দায়ের করা হয়। এক সাক্ষাৎকারে বেঙ্গালুরুর সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ পাতিল বলেন, ‘মিশ্রর সঙ্গে মহিলাটির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি মৌখিকভাবে খারাপ আচরণ করেন মিশ্র। ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং বিপজ্জনক অস্ত্র বা ভিন্ন উপায়ে আঘাত করার দায়ে তিনি ভারতীয় দন্ডবিধির ৩২৩ ও ৩২৪ ধারা ভঙ্গ করেছেন। ’

পাতিল উল্লেখ করেন, ‘গত ২৭ সেপ্টেম্বর আমরা বন্দনার অভিযোগটি আমলে নিই। প্রথমে একটি এফআইআর করা হয়। নোটিশের মাধ্যমে মিশ্রকে তা অবহিত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজ পরিচালনা করছেন।

এক সপ্তাহ আগেই এ বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ই-মেইল বার্তায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন পাতিল। তবে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।