ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাটাডোর কাপের ফাইনালে নেই ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ম্যাটাডোর কাপের ফাইনালে নেই ওয়াটসন ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ম্যাটাডোর কাপের ফাইনালে খেলতে পারবেন না শেন ওয়াটসন। রোববারের (২৫ অক্টোবর) শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়া বা সাউথ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউ সাউথ ওয়েলস।



তার আগে শুক্রবার (২৩ অক্টোবর) ফাইনালের টিকিট নিশ্চিতে ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়া এলিমিনিটর ম্যাচে মুখোমুখি হবে।

গতকাল (মঙ্গলবার) দলের সঙ্গে অনুশীলন করার সময় ইনজুরি আক্রান্ত হন ওয়াটসন। এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস জানায়, বিগ ব্যাশ লিগ শুরুর আগেই ওয়াটসন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আগামী ১৭ ডিসেম্বর জনপ্রিয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পঞ্চম আসরের পর্দা উঠবে।

নিউ সাউথ ওয়েলসের হয়ে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৬৪ রান করেন ওয়াটসন। কিন্তু, এর পরও ভিক্টোরিয়ার বিপক্ষে দলের হার এড়াতে পারেননি ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টে এটিই ছিল নিউ সাউথ ওয়েলসের প্রথম পরাজয়। অবশ্য, ছয় ম্যাচে পাঁচ জয়ে সাত দলের মধ্যে শীর্ষে থেকেই তারা সরাসরি ফাইনালে ওঠে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।