ঢাকা: দুবাইয়ে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার (২২ অক্টোবর)। তবে চিন্তার ভাজ পড়েছে ইংলিশ শিবিরে।
ভাইরাস জনিত সমস্যার কারণে মঙ্গলবার (২০ অক্টোবর) দলের অনুশীলনে ছিলেন না স্টোকস। তবে ডানহাতি এ ক্রিকেটারের নিয়ে এখনও আশাবাদী অধিনায়ক অ্যালিস্টার কুক। আগামীকাল সকাল পর্যন্ত স্টোকসের জন্য অপেক্ষা করবে ইংল্যান্ড।
স্টোকস শেষ মুহূর্তে সুযোগ পেলে আবুধাবি টেস্টের অপরিবর্তীত দল নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড।
এদিকে পাকিস্তান দলের শক্তি বাড়াতে ফিরেছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। প্রথম টেস্টে তিনি কাঁধের ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। তার উপস্থিতিতে বাড়তি সুবিধে পাওয়ার আশা করছেন অধিনায়ক মিসবাহ-উল-হক।
দু’দলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হয়েছিল। শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ধ্বস নামলে ইংলিশদের সামনে মাত্র ৯৯ রানের টার্গেট দাড়ায়। তবে আলোর স্বল্পতার জন্য ২৫ রান দুরে থাকতে ড্র মেনে নিতে হয় দলটিকে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এমএমএস