ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শনিবার থেকে জাতীয় লিগের পঞ্চম রাউন্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
শনিবার থেকে জাতীয় লিগের পঞ্চম রাউন্ড

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা শুরু হচ্ছে শনিবার (২৪ অক্টোবর) থেকে। দেশের চারটি ভেন্যুতে লড়াইয়ে নামবে দুটি স্তরের আটটি দল।

স্তর-১ এর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খুলনা বিভাগ খেলবে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে।

প্রথম স্তরের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সেখানে রংপুরের মুখোমুখি হবে ঢাকা বিভাগ।

স্তর-২ এর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট খেলবে চট্টগ্রামের বিপক্ষে।

জাতীয় লিগের চার রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আব্দুর রাজ্জাক-মুস্তাফিজুর রহমান-ইমরুল কায়েসদের খুলনা বিভাগ। তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। দ্বিতীয় স্তরের শীর্ষ দল বরিশাল বিভাগ। তাদের অর্জন ৩৭ পয়েন্ট।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।