ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জমে উঠছে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
জমে উঠছে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে মিসবাহ উল হকের দল। ইংলিশদের থেকে ১৯৬ রানে এগিয়ে পাকিস্তান।

হাতে ৭ উইকেট নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড।

পাকিস্তানের করা প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১৮২ রান তুলেছে। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা আগেই শেষ হয়।

আগে ব্যাট করা পাকিস্তানের হয়ে শতক হাঁকান মিসবাহ। ১৯৭ বল মোকাবেলা করে পাকিস্তান দলপতি ৮টি চার আর ৫টি ছক্কায় তার ইনিংসটি সাজান। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। এছাড়া ওপেনার শান মাসুদ ৫৪, ইউনিস খান ৫৬, সরফরাজ আহমেদ ৩২ রান করেন।

ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মার্ক উড এবং মঈন আলি।

ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে দলীয় ১৪ রানে ওপেনার মঈন আলি (১) এবং তিন নম্বরে নামা ইয়ান বেল (৪) দ্রুত ফিরে যান। তবে, ব্যাটিংয়ের হাল ধরেন আরেক ওপেনার অ্যালিস্টর কুক। ইংলিশ দলপতি কুকের ব্যাট থেকে আসে ৬৫ রান। দলীয় ১২৭ রানের মাথায় কুক সাজঘরে ফেরার আগে জো রুটকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন।

দিন শেষে ৭৬ রানে অপরাজিত আছেন জো রুট। জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ২৭ রানে। দু’জনের জুটি অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে আরও ৫৫ রান যোগ করেছে।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট তুলে নিয়েছেন ইমরান খান, ওয়াহাব রিয়াজ এবং ইয়াসির শাহ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।