ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বল নিয়ে বিরক্ত অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
গোলাপি বল নিয়ে বিরক্ত অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাডিলেড টেস্ট নিয়ে ক্রিকেট বিশ্ব আলোচনায় মেতেছিল। কমলা, হলুদ নানা রং পাড় হয়ে গোলাপি বলে অ্যাডিলেডে খেলা হবে বলে সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

আগামী ২৭ নভেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিবারাত্রীর টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে গোলাপি বল দিয়ে।

কিন্তু, অভিষেকেই বিতর্কে জড়িয়েছে গোলাপি বল, আলোচনা ভেঙে এখন চলছে সমালোচনা।

সাদা পোশাক আর লাল বলের ম্যাচ প্রথা ভেঙে দিনের আলোর পরিবর্তে রাতের ফ্লাডলাইটের আলোয় খেলা হওয়ার কথা। আর লাল বলের পরিবর্তে গোলাপি বল আসার কথা। তার আগে পরীক্ষামূলক ভাবে গোলাপি বল ব্যবহার করতে গিয়ে সমালোচনায় মেতেছেন ক্রিকেটাররাও।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের দিবারাত্রীর ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় সফরকারী নিউজিল্যান্ড। পরীক্ষামূলক ভাবে সে ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হয়। তবে, বলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো বিরক্ত অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস ও অজি পেসার জোস হ্যাজেলউড, পিটার সিডলরা।

ম্যাচের পর ভোজেস বলছেন, ‘খেলার শেষ দিকে বলটিতে খুব বেশি গোলাপি রঙের রেশ ছিল না। মার্টিন গাপটিলের শটে যখন বলটি ছাদের উপর গিয়ে আছরে পড়ে আর হারিয়ে যায়, তখন বলের বয়স ২৮ ওভার। কিন্তু মনে হচ্ছিল যেন ৬৮ ওভার খেলা হয়ে গেছে! গোলাপি বলটা সবুজ হয়ে যাচ্ছে। দশ ওভার হয়ে গেলেই সুইং বা রিভার্স সুইং কোনোটাই হচ্ছে না এই বলে। ’

পেস বোলার পিটার সিডল জানান, ‘মাঠে মাঝে মধ্যেই আমরা বলটি দেখতে পাচ্ছিলাম না। বলের গোলাপি রংও অনেক দ্রুত হারিয়ে যাচ্ছিল। ’

আরেক অজি পেসার জোস হ্যাজলউড জানান, ‘স্কয়ার বা পয়েন্টে দাঁড়ানো ফিল্ডাররা গোলাপি বল ঠিক মতো দেখতে পারছেন না। গোলাপি রঙের বল উইকেটে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু মাঠের সব অংশে ঠিকভাবে দেখতে পাওয়া যায়নি। ’

গোলাপি বল দিয়ে পরীক্ষামূলক ভাবে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড ১০২ রানের জয় তুলে নেয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।