ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহমুদুল্লাহ-শামসুরের শতক, অপেক্ষায় নাঈম-নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
মাহমুদুল্লাহ-শামসুরের শতক, অপেক্ষায় নাঈম-নাসির ছবি : সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা মেট্রো টেবিলের শীর্ষে থাকা খুলনা বিভাগের মুখোমুখি হয়। টায়ার ওয়ানের আরেক ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগ মুখোমুখি হয় ঢাকা বিভাগের।



ফতুল্লায় দারুণ ব্যাটিং করেছেন ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান এবং দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। এ দুই ব্যাটসম্যানের শতকে প্রথম দিন শেষে মেট্রো ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৪০ রান।

আগে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজ-আব্দুর রাজ্জাকদের বোলিং মোকাবেলা করে ঢাকার ওপেনার শামসুর রহমান করেন ১৪৪ রান। ১৬৭ বল মোকাবেলা করে এ ওপেনার ১৮টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান। বিশ্বকাপের চমক জাগানিয়া ব্যাটসম্যান মেট্রোর দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ দিন শেষে ১২৯ রান করে অপরাজিত রয়েছেন। তার ২১৯ বলের ইনিংসে ছিল ১৪টি বাউণ্ডারি।

মেহরাব হোসেন জুনিয়র শূন্য হাতে বিদায় নিলেও মেহেদি মারুফ ১৮, মার্শাল আইয়ুব ৯, আসিফ আহমেদ ১৫ রান করেন। দিন শেষে ১৬ রানে অপরাজিত থেকে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মাঠ ছাড়েন শরীফুল্লাহ।

খুলনার হয়ে দুটি করে উইকেট তুলে নেন রাজ্জাক এবং মিরাজ। বাকি উইকেটটি পান রবিউল ইসলাম।

এদিকে, বগুড়ায় রংপুরের ওপেনার তারিক আহমেদের শতকে তিন উইকেট হারিয়ে দলটি তুলেছে ২৬৩ রান। ১৮৩ বলে তারিক ৯টি চার আর ৩টি ছক্কায় করেন ১০২ রান। দলীয় ১৬৩ রানের মাথায় তারিক দলের তৃতীয় ব্যাটসম্যান হয়ে বিদায় নিলে স্কোরবোর্ডে আরও ১০০ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন রংপুরের দলপতি নাসির হোসেন এবং নাঈম ইসলাম।

শতক থেকে মাত্র দশ রানে দূরে রয়েছেন নাঈম ইসলাম। আর ৬১ রান করে অপরাজিত নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।