ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-২ এ সিরিজ নিজেদের করে নিল সফরকারী আফগানিস্তান। আইসিসি’র সহযোগী দেশটি স্বাগতিকদের হারায় ৭৩ রানে।

বাংলাদেশের বিপক্ষে খেলতে আসার আগে বেশ বড় ধাক্কাই খেল জিম্বাবুয়ে।

বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে এ ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে আফগানরা ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৫ রান। জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৪.১ ওভারে ১৭২ রান তুলতেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বিফলে যায় শেন উইলিয়ামসের অভিষেক শতক।

আফগানদের ওপেনার নূর আলি জাদরান এ ম্যাচে করেন ইনিংস সর্বোচ্চ ৫৪ রান। আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকে আসে ২৬ রান। তিন নম্বরে নেমে মোহাম্মদ নবী খেলেন ৫৩ রানের ইনিংস। আর দলপতি আসঘার স্তানিকজাই করেন ৩৮ রান। এছাড়া শেষ দিকে ১৬ বলে ২১ রান করেন মিরওয়াইস আসরাফ এবং ১৩ রান করে অপরাজিত থাকেন দৌলত জাদরান।

জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন ওয়েলিংটন মাসাকাদজা এবং সিকান্দার রাজা।

২৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকদের দুই ওপেনার চিভাবা ৭ রান এবং মুতুম্বামি ২ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা ক্রেইগ আরভিন এক রানেই সাজঘরে ফেরেন।

চার নম্বরে নেমে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন শেন উইলিয়ামস। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১০২ রান। ১২৪ বল মোকাবেলা করে উইলিয়ামস তিনটি চারের পাশাপাশি চারটি ছক্কা হাঁকান। চিগুম্বুরা ১৪, সিকান্দার রাজা ২, তেন্দাই চিসোরো ১০, জঙ্গি ১৬ রান করেন।

আফগানদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন দৌলত জাদরান। এছাড়া তিনটি উইকেট পান আমির হামজা, দুটি পান রশিদ খান। যৌথভাবে ম্যাচ সেরা হন দৌলত জাদরান এবং শেন উইলিয়ামস। সিরিজ সেরার পুরস্কার উঠে মোহাম্মদ নবীর হাতে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।